শিবালয়ে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

May 1, 2024 - 11:27
Aug 12, 2024 - 22:18
 0  31
শিবালয়ে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

মানিকগঞ্জের শিবালয়ে সন্ত্রাসী ও অপরাধের প্রশ্রয়দাতা, মসজিদ-মন্দিরে হামলাকারী, ভূমিদস্যু, বীর মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবালয় উপজেলার সাবেক চেয়ারম্যান রহিম খানের বিরুদ্ধে। তার এমন কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে শিবালয় উপজেলার সর্বস্তরের জনগণ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার টেপড়া বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খানসহ তার পরিবারে ১৫ জন মুক্তিযোদ্ধা রয়েছে। স্থানীয়ভাবে তার সুনাম রয়েছে। তার ও তার পরিবারের সুনাম ক্ষুণ্ন করার জন্য সম্প্রতি রহিম খানের গাড়িতে ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণের অভিযোগ তুলে মিথ্যা অভিযোগ করে।

আসন্ন উপজেলা নির্বাচনে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্যই রহিম খান মিথ্যা নাটক তৈরি করেছে। তাই সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার এমন কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফাহিম খান রনি, আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোন্তাকিম খান অনিক প্রমুখ। এ সময় উপজেলার প্রায় এক হাজার সাধারণ জনগণ মানববন্ধনে অংশ নেন।