বঙ্গবন্ধুর জন্মদিনে দুস্থদের মাঝে যুবলীগের ইফতার

Mar 17, 2024 - 23:54
 0  14
বঙ্গবন্ধুর জন্মদিনে দুস্থদের মাঝে যুবলীগের ইফতার

মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন উপলক্ষ্যে আড়াই শতাধিক অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করেছে জেলা যুবলীগ।

রবিবার বিকালে শহরের চাঁদনী রয়েল টাওয়ারের সামনে ইফতার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা।

ইফতার বিতরণকালে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার হিসেবে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম আজ থেকে শুরু হল। আমাদের এই আয়োজন শুধুমাত্র দুস্থ মানুষের মাঝে একটু ভালোভাবে ইফতার করার চেষ্টা মাত্র।

এসময় আরো উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহাবুবুর রহমান খালিদ, সৌমিত্র সরকার মনা, সুবল সাহা, সামীউল আলিম রনি, খন্দকার সুজন, যুবলীগ নেতা ওরম ফারুক, পৌর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, শুভ হক, তানভির ফয়সাল রাহি প্রমুখ।