শিবালয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় তেওতা ষাটঘর এলাকা থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।
গ্রেফতারকৃত মো. ইমন হাওলাদার উপজেলার দক্ষিণ তেওতা গ্রামের হাবিব হাওলাদার ছেলে।
লে. কমান্ডার আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে ঢাকা ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে গাঁজা কিনে এনে শিবালয়ের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে তেওতা ষাটঘর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীকে মাদক আইনে মামলা দিয়ে শিবালয় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।