শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

মানিকগঞ্জ সদর উপজেলায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষা ও ওষুধ বিতরণ করেছে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন।
সোমবার উপজেলার বেউথা পাছবারইল শতরূপা শান্তি নিকেতন মাঠে তিন শতাধিক নারী-পুরুষকে এ সেবা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন মোল্লার সার্বিক তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন- ইতালিস্থ মানিকগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক জহিরুল হক চঞ্চল, শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সোহাগ, সাংগঠনিক সম্পাদক সারোয়ার মাহিন,সাংগঠনিক সম্পাদক সারোয়ার মাহিন,যুগ্ম সচিব মো. রমজান আলী, শফিকুল ইসলাম সেতু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শফি আলম, ইন্জিনিয়ার আমিনুর রহমান, মোশাররফ হোসেন, মো. সেলিম মিয়া, মোহাম্মদ আলী, মো. শরীফুল ইসলাম , আর.কে জুয়েল সেতু প্রমুখ।
উল্লেখ্য, আশপাশের প্রায় তিন শতাধিক নারী পুরুষের বিভিন্ন রোগের চিকিৎসা পত্র, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষাসহ নানা ধরনের চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।