শিমুলিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন মানিকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) ১২টার দিকে শিমুলিয়া ইউনিয়ন বাসীর উদ্যোগে ইউনিয়ন পরিষদের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় তারা চেয়ারম্যানের অফিসে তালা ঝুলিয়ে দেয়।
সিনিয়র সহ-সভাপতি শিহাব চৌধুরীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে মধ্যে বক্তব্য রাখেন- শিমুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক লিটন মোল্লা, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, ইউপি সদস্য মো: সায়েদুর রহমান, আব্দুল মজিদ, সাবেক ছাত্রনেতা রেজাউর রহমান শামীম, শিবালয় উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান জহির উদ্দিন মানিক অবৈধ ভোটে নির্বাচিত হয়ে সাধারণ মানুষসহ বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা ও হয়রানি করেছে। বিগত সময়ে তিনি সাধারন মানুষদের সাথে জোরজুলুম ও অত্যাচার করেছে। জহির উদ্দিন মানিক শুধু জোরজুলুম করেই ক্ষান্ত হয়নি সে জনগনের অধিকার দুর্নীতির মাধ্যমে হরণ করেছে। অবিলম্বে চেয়ারম্যান জহির উদ্দিন মানিকের পদত্যাগ দাবি করেন। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন প্রদক্ষেপ নেয়া হবে।
এসময় সাবেক তাঁতী দলের সভাপতি ইউনুছুর রহমানসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।