ভারত থেকে এসেছে কাঁচামরিচ বোঝাই ছয়টি ট্রাক

Jul 2, 2023 - 15:18
 0  17
ভারত থেকে এসেছে কাঁচামরিচ বোঝাই ছয়টি ট্রাক

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরুর প্রথম চালানেই ভারত থেকে এসেছে কাঁচামরিচ বোঝাই ছয়টি ট্রাক। 

রোববার বেলা ১১টায় মরিচ ভর্তি ট্রাকগুলো ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে বলে জানিয়েছেন ভোমরা শুল্ক স্টেশনের কর্মকর্তারা। 

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, ঈদুল আযহার কারণে ২৭ জুন থেকে শনিবার পর্যন্ত ভোমরা স্থলবন্দরে ছুটি ছিল। ফলে টানা পাঁচদিন বাংলাদেশ পারের ভোমরা স্থলবন্দরে কোন আমদানি ও রপ্তানি হয়নি। তেমনি ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে আসেনি কোনো পণ্য।