যত বাধাই আসুক, মাঠে থাকব: হিরো আলম

ভোটের প্রচারে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ এনেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বুধবার বেলা পৌনে ১১টায় রাজধানীর মহাখালীতে সাততলা বস্তি এলাকায় তার ওপর হামলা হয়।
হিরো আলম জানান, ‘নির্বাচনী প্রচারের প্রথম দিনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের নির্দেশে মহিলা আওয়ামী লীগের নেত্রীরা আমার ওপর হামলা চালিয়েছে। আমিসহ দুজন আহত হয়েছি। তারা আমার প্রচারে বাধা দিচ্ছে। তাহলে সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করব? তবে যত বাধাই আসুক, নির্বাচনের মাঠে থাকব।’
হিরো আলম আরো বলেন, ‘নারীরা হামলা চালিয়েছে। নারীরা মায়ের জাত। তাই আমরা পাল্টা জবাব দিইনি। ভিডিও ফুটেজ আছে, দেখতে পারেন। যদি আমাদের কোনো দোষ থাকে, তাহলে যেকোনো শাস্তি মাথা পেতে নেব। নির্বাচন কমিশন ও বনানী থানায় অভিযোগ দিয়েছি। আমাদের তো প্রচারেই বাধা দিচ্ছেন তারা। যদি প্রচার চালাতে পারি এবং সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আমি নিশ্চিত বিজয়ী হব।’
গত ১৫ মে আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। ১ জুন এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৭ জুলাই হবে নির্বাচন। এখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ এ আরাফাত। এ ছাড়া হিরো আলমসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।