গোয়ালন্দ-রাজবাড়ী রেলপথে ট্রেন চলাচল বন্ধ

Aug 28, 2023 - 17:53
 0  11
গোয়ালন্দ-রাজবাড়ী রেলপথে ট্রেন চলাচল বন্ধ

গোয়ালন্দঘাট থেকে খুলনাগামী নকশী কাঁথা ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হওয়ার পর থেকে গোয়ালন্দ-রাজবাড়ী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে রেলওয়ে উদ্ধারকারি রিলিফ ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা করেছে।

সোমবার (২৮ আগষ্ট) দুপুর সোয়া ১টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে খুলনাগামী নকশী কাঁথা ট্রেনের মাঝের ১টি বগি লাইনচ্যুত হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমনাথ বসু জানান, গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশী কাঁথা ট্রেনটি স্টেশন ছেড়ে কিছু দূর যাওয়ার পর ১টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর গোয়ালন্দ-রাজবাড়ী রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক তন্ময় দত্ত জানান, গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশী কাঁথা ট্রেনটি দুপুর সোয়া ১ টার দিকে স্টেশন ছেড়ে কিছু দূর আসার পর মাঝের ১টি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিন সামনের দুইটি বগি নিয়ে রাজবাড়ী এসেছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য রেলওয়ে উদ্ধারকারি রিলিফ ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা করেছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।