আওয়ামী লীগ রাজনীতি করে মানুষের উন্নয়নের জন্য: স্বাস্থ্যমন্ত্রী

Jan 2, 2024 - 20:35
 0  38
আওয়ামী লীগ রাজনীতি করে মানুষের উন্নয়নের জন্য: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, `আওয়ামী লীগ রাজনীতি করে মানুষের উন্নয়নের জন্য। বঙ্গবন্ধৃ স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে সোনার বাংলা করার জন্য। সেটাকে বাস্তবায়ন করার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি করেন।

আজ বিকেলে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা নির্বাচন বয়কট করে অংশগ্রহণ করে নাই তারা বাংলাদেশের গণতন্ত্রকে বিশ্বাস করে না। তারা বাংলাদেশের মানুষের শান্তি চায় না। তারা নির্বাচনে এসে মানুষের কাছে ভোট চাইতো, প্রতিশ্রুতি দিতো যে আপনাদের রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ করে দিবো। সেগুলো না করে তারা গাড়ি পোড়াচ্ছে, মানুষ মারছে। এই হচ্ছে তাদের রাজনীতি।’

জাহিদ মালেক বলেন, ‘আওয়ামী লীগ সরকার টানা ১৫ বছর ক্ষমতায় ছিলেন বলেই দেশে এত উন্নয়ন হয়েছে। আপনারা আশপাশে তাকিয়ে দেখুন আমাদের সরকার কি কি উন্নয়ন করেছে। এই মানিকগঞ্জে এই ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগের ৩০ বছরেও এত উন্নয়ন হয়নি। তাই যে সরকার দেশে উন্নয়ন করবে যেই সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। আপনারা সবাই এই উন্নয়ন অব্যাহত রাখার জন্য আগামী ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন।'

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ দেশের উন্নয়ন চায়, সন্ত্রাস চায় না। জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলেই তারা নির্বাচনে আসে নাই। তারা এই নির্বাচনকে ব্যাহত করার জন্য ভোটারদের কাছে গিয়ে দেশ বিরোধী লিফলেট বিতরণ করছে। আর দেশে নানা গুজব ছড়াচ্ছে। আপনারা ভোটের দিন দলবেঁধে ভোট দিয়ে তাদের চপেটাঘাত দিয়ে দিবেন।

নির্বাচনীয় পথসভায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।