মানিকগঞ্জে কিশোরীদের ফুটবল প্রশিক্ষণ ও প্রতিযোগীতা

`চল ফুটবল খেলি’ এই স্লোগানকে সামনে রেখে জেলা ভিত্তিক কিশোরীদের ৫ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ শেষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের পুরুষ্কার বিতরণ করা হয়।
রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সাটুরিয়া উপজেলার রইল্যা মাঠে এই ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রইল্যা আব্দুল মজিদ ফটো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানিহুর আক্তার।
এসময় আরও উপস্থিত ছিলেন- সাটুরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লাবু, বাফুফের জেলা ভিক্তিক ফুটবল কোচ মো. দেওয়ান সাজেদুল আলম তপন, ইউনিসেফের চাইল্ড প্রটেকশন কমিউনিটি মবিলাইজার আমির হোসেন মানিক প্রমুখ।
উল্লেখ্য, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামে গত ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পযন্ত বাফুফের ফুটবল কোচ মো.তপনের তত্ত্বাবধানে ৩০ জন কিশোরী এই প্রশিক্ষণে অংশ নেয়।