ধামসোনাতেও ঈগল প্রতীকের গণজোয়ার

Dec 23, 2023 - 21:54
Dec 26, 2023 - 10:59
 0  136
ধামসোনাতেও ঈগল প্রতীকের গণজোয়ার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা-১৯ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ।

আজ দুপুরের পর থেকে সাভার উপজেলার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তালুকদার তৌহিদ জং মুরাদ।

এসময় উঠান বৈঠকসহ বিভিন্ন এলাকায় ঘুরে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের কাছে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

ভোট প্রার্থনাকালে হাজারো মানুষ মুরাদ জংকে দেখতে ছুটে আসেন। এসময় তারা মুরাদ জংকে ভোট দেবার অঙ্গীকার করেন।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিনিয়ত মুরাদ জংয়ের গণজোয়ার সৃষ্টি হচ্ছে।

মুরাদ জং ভোট প্রার্থনাকালে স্থানীয় এলাকাবাসী তাদের নানা সমস্যার কথা তুলে ধরছেন। নির্বাচনের জয়ের পরে যেন তাদের এলাকার সমস্যা সমাধান করবেন এমনই অঙ্গীকার আদায় করে নিচ্ছেন ভোটারেরা।

মুরাদ জংও ভোটারদের আশ্বস্ত করে জানান, তিনি নির্বাচিত হলে এলাকার সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবেন।

গণসংযোগকালে গণজোয়ারের সৃষ্টি হয়। এলাকার মানুষ মুরাদ জংয়ের ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্লোগানে-স্লোগানে মুখরিত করে গোটা এলাকা।

গণসংযোগকালে আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।