শহীদ রফিকের পরিবারকে ঈদ উপহার দিলেন পুলিশ সুপার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রফিকুল ইসলামের পরিবারকে ঈদ উপহার দিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার।
রোববার (৩০ মার্চ) শহীদের পরিবারের কাছে এ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
শহীদ রফিকুল ইসলামের পরিবারের সদস্যরা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শহীদের আত্মত্যাগের স্বীকৃতি পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়।
পুলিশের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, পুলিশ সুপারের পক্ষ থেকে এই উপহার প্রদানের মূল উদ্দেশ্য শহীদ রফিকুল ইসলামের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং তার পরিবারের পাশে থাকা।
তিনি বলেন, শহীদ রফিকুল ইসলাম আমাদের গৌরব, তার পরিবারের প্রতি আমাদের দায়িত্ববোধ রয়েছে। ঈদের আনন্দ সবার জন্য সমানভাবে ভাগাভাগি করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
উল্লেখ্য, শহীদ রফিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছিলেন এবং চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছিলেন। তার স্মৃতি আজও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে আছে।