বিএনপি'র বিরুদ্ধে অহেতুক দোষারোপ করা হচ্ছে: রিতা

বিএনপির এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি'র নেতা-কর্মীদের নামে নামে চাঁদাবাজিসহ নানাধরণের অসত্য তথ্য প্রচার করছে। সকলকে এসব ব্যাপারে আরও সতর্ক হতে হবে।

Jan 10, 2025 - 16:39
Jan 10, 2025 - 16:40
 0  18
বিএনপি'র বিরুদ্ধে অহেতুক দোষারোপ করা হচ্ছে:  রিতা
ভাকলা গ্রামে দুলি পাগলীর ২৮০তম ওরশ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা

বিএনপি'র বিরুদ্ধে অহেতুক দোষারোপ করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খান রিতা।

বৃহস্পতিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ভাকলা গ্রামে দুলি পাগলীর ২৮০তম ওরশ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি জনগনের দল। বিএনপি এই দেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং তারেক রহমান সবচেয়ে জনপ্রিয় নেতা। বিএনপির এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি'র নেতা-কর্মীদের নামে নামে চাঁদাবাজিসহ নানাধরণের অসত্য তথ্য প্রচার করছে। সকলকে এসব ব্যাপারে আরও সতর্ক হতে হবে।

উলাইল ইউনিয়ন পরিষদের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও জজকোর্টের পিপি নূরতাজ আলম বাহার, যুগ্ম সম্পাদক সত্যেনকান্ত পন্ডিত ভজন, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, শিবালয় উপজেলা বিএনপি'র সভাপতি লাভলু বেপারীসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

পরে অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী মহারাজ আবুল সরকার ও রুমা সরকার। বিপুল সংখ্যক দর্শক শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন।