কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষ্যে বিদ্যালয়ে চিত্রাংকন, বক্তৃতা, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদ্য নাথ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বেগম আলেয়া রহমান ও সহকারী শিক্ষক সায়েদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।