সিংগাইরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠদিবস
বাংলাদেশে মসলার উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে কৃষকদের আয় বৃদ্ধি করা সম্ভব। এজন্য উন্নত জাত ও আধুনিক প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিংগাইর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার সায়েস্তা ইউনিয়নের মুসলেমাবাদ গ্রামে এ মাঠদিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. মতিয়ার রহমান।
সভাপতিত্ব করেন সিংগাইর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল বাশার চৌধুরী।
মাঠদিবসে কৃষকদের উদ্দেশ্যে বক্তারা মসলার উন্নত জাত ও আধুনিক চাষাবাদ প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মরিচ, পেঁয়াজ, আদা, হলুদ, রসুন, জিরা, গোলমরিচের উচ্চ ফলনশীল জাত ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
প্রধান অতিথি মো. মতিয়ার রহমান বলেন, বাংলাদেশে মসলার উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে কৃষকদের আয় বৃদ্ধি করা সম্ভব। এজন্য উন্নত জাত ও আধুনিক প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী বলেন, সিংগাইর উপজেলায় মসলার চাষ বাড়ানোর জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও নতুন প্রযুক্তির প্রসার ঘটিয়ে কৃষকদের লাভবান করাই আমাদের লক্ষ্য।
মাঠদিবসে সায়েস্তা ইউনিয়নের দেড়শ কৃষক অংশ গ্রহস করেন।