শিবালয় থানার ওসির উপর শিক্ষার্থীদের আস্থা

Feb 17, 2025 - 18:40
 0  13
শিবালয় থানার ওসির উপর শিক্ষার্থীদের আস্থা

লিটন আহমেদ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার অক্সফোর্ড একাডেমী স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পাঁচজন শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পরপরই শিবালয় থানা পুলিশ অভিযুক্ত শিক্ষক গোপাল চন্দ্র শীলকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ১৬ ফেব্রুয়ারি রবিবার অক্সফোর্ড একাডেমীর শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নেয়। তাদের দাবি ছিল, মূল অপরাধীর যথাযথ বিচার নিশ্চিত করা এবং নিরপরাধ শিক্ষকরা যেন হয়রানির শিকার না হন।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়। নেতৃত্বদানকারী ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ৮ জন শিক্ষার্থীহোসাইন রহমান আকাশ, এ আর গোলাম মর্শেদ, মো. রাহাদ খান, আয়শা সিদ্দিকা, ফাতেমা রহমান, আরোয়া আজিজ, সাগরিকা দত্ত ও অরিশ আহম্মদ ঐশীওসির কক্ষে তাদের মতামত দেন। আলোচনার পর তারা মানববন্ধন ও অন্যান্য কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

নেতৃত্বদানকারী শিক্ষার্থী হোসাইন রহমান আকাশ জানান, আমাদের কর্মসূচি মূল অভিযুক্তের পক্ষে অপপ্রচার হিসেবে ব্যবহার হতে পারে। তাই আপাতত আমরা তা প্রত্যাহার করছি। তবে মামলার সঠিক তদন্ত চাই।

অন্যদিকে, মামলায় অভিযুক্ত বাকি চার শিক্ষকভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, শিক্ষক সাইফুল ইসলাম, মো. সফিকুল ইসলাম ও মুফতি ইসহাকপ্রধান আসামির মতো অপরাধে জড়িত নন বলে শিক্ষার্থীরা মত দেন। তবে তারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন, যা অনিচ্ছাকৃত ভুল ছিল বলে শিক্ষার্থীরা উল্লেখ করেন।

এদিকে, এই প্রতিষ্ঠানের বহিষ্কৃত সাবেক প্রধান শিক্ষক আ. মতিনের ভূমিকা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তারা আশঙ্কা করছেন, তিনি কৌশলে পরিস্থিতির সুযোগ নিতে পারেন। শিক্ষার্থীদের অভিযোগ, তৃতীয় পক্ষ এই মামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।