জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক গ্রেফতার

নাশকতার মামলায় মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজিবকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন।
আরিফ হোসেন জানান, ‘গত ৩০ অক্টোবর গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে সদর থানায় নাশকতার অভিযোগে আরেকটি মামলা রয়েছে।
তিনি আরো জানান, আজ বেলা সাড়ে ১১ টার দিকে ঘিওর উপজেলার মান্তা এলাকা থেকে সিরাজুলকে ও দুপুর ১ টার দিকে সদর উপজেলার ঘোস্তা এলাকা থেকে শুভকে গ্রেফতার করা হয়। তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।