শিবালয়ে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ মজিদ মোল্লা নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ।
গ্রেফতার মজিদ মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের গেরাদিয়া গ্রামের বাসিন্দা।
হামিমুর রশীদ জানান, মজিদ মোল্লা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা চলমান। আজ সকালে তার বাড়িতে তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শিবালয় থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে ।