বিএনপি বাক স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী: তারেক রহমান

Dec 19, 2024 - 23:33
 0  21
বিএনপি বাক স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী: তারেক রহমান
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বাংলাদেশে যে সরকার ক্ষমতায় এসে প্রবাসী রেমিটেন্স ও গার্মেন্টস শিল্প নিয়ে বড়াই করে; তার দুটোই দেশ ও মানুষের স্বার্থে বিএনপি করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে মানিকগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি আরো বলেন, আমাদের সময় সংবাদ মাধ্যম আমাদের বিরুদ্ধে কত কি লিখেছে। তখন আমরা বলেছি, আমরা বাক স্বাধীনতা ও গণতন্ত্র বিশ্বাস করি। বিএনপি ক্ষমতার সময় পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে শত শত মামলা হয়নি।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেন, আমরা যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম তখন কি দেশে গুম-খুন হয়েছিল। আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদকে ধরে নিয়ে সীমান্তের ওপারে ফেলে দেওয়া হয়েছে। আমাদের ইলিয়াস আলী এমপিসহ শত শত নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। বিএনপি’র সময়তো এমন হয়নি। কারণ আমরা বাক স্বাধীনতা ও গণতন্ত্র বিশ্বাস করি।

তারেক রহমান আরও বলেন, আমরা শিক্ষা, খাদ্য উৎপাদন, শিল্প উৎপাদন, নারীদের স্বাধীনতার জন্য কাজ করেছি। নারীদের শিক্ষিত করার জন্য এইচএসসি পর্যন্ত নারীদের পড়াশোনা ফ্রি, শিক্ষার বিনিময়ে খাদ্য পদ্ধতি চালু করেছি। এছাড়া, বিএনপির আমলে সারাদেশে ৮০ হাজার কলকারখানা স্থাপন হয়েছিল। যেহেতু অতীতে আমরা এমন কাজ করেছি তাই ভবিষ্যতে আবার সুযোগ পেলে পেলে ৩১ দফা বাস্তবায়নের কাজ করবো।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেন, আপনার দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। সেটি দেশের বাইরে কিংবা দেশের মধ্যেই হোক। এদেশের অর্থসম্পদ ও প্রাকৃতিক সম্পদের দিকে অনেকেই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। দেশকে যদি কোন বিশৃঙ্খলায় রাখা যায় তাহলে অনেকের জন্যই সুবিধা হবে সেগুলো লুটেপুটে নিয়ে যেতে।

মানিকগঞ্জে জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খানম রিতার সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেলের প্রধান মওদুদ আলমগীর পাভেল।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্ত, সহসভাপতি ড. খন্দকার আকবার হোসেন বাবলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুখসানা খানম মিতু।

মানিকগঞ্জের মুন্নু-সিটিতে প্রশিক্ষণ দেন বিএনপি নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু ও অর্পণ বাংলাদেশের সভাপতি বীথিকা বিনতে হোসাইন।