সিংগাইরে ইয়াবাসহ গ্রেফতার দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এঘটনায় মো. তোতা ঢালী ওরফে তোতা মিয়া নামে আরেক মাদক কারবারি পলাতক রয়েছেন। বাকি দুই আসামীকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গঙ্গালালপুর গ্রামের মো. মনির হোসেন ও একই উপজেলার চক চান্দহর গ্রামের আলেয়া বেগম। পলাতক আসামী হলেন চক চান্দহর গ্রামের আলেয়া বেগমের স্বামী মো. তোতা ঢালী ওরফে তোতা মিয়া।
উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, ‘আজ ভোর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গঙ্গালালপুর গ্রামের মনির হোসেনের বাড়ি থেকে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর অভিযানে চক চান্দহর গ্রামে তোতা ঢালী ওরফে তোতা মিয়ার বাড়িতে বসতঘর তল্লাসী করে ৭০০ পিস ইয়াবাসহ তার স্ত্রী আলেয়া বেগমকে গ্রেফতার করা হয়। তোতা পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে সিংগাইর থানায় আলাদা মামলা দিয়ে আদালতে পাঠনো হয়েছে।’