হালনাগাদে বাদ ১৬ লাখ মৃত ভোটার, স্বচ্ছ নির্বাচন আশা ইসির
সুষ্ঠু নির্বাচন ছাড়া কমিশনের কোনো বিকল্প নেই। আমরা এমন একটি নির্বাচন উপহার দিতে চাই, যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে।

ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ১৬ লাখ মৃত ভোটার বাদ পড়ছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। এতে নির্বাচনে কারচুপির সুযোগ কমবে এবং একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে তিনি মনে করেন।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ভোটার তালিকা হালনাগাদ-২০২৫’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এজন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার আনার বিষয়েও আলোচনা চলছে। কমিশন ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং আইন পরিবর্তন হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশনার আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া কমিশনের কোনো বিকল্প নেই। আমরা এমন একটি নির্বাচন উপহার দিতে চাই, যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে।
সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যেসব পরিবর্তনের প্রস্তাব আসবে, তা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো বাস্তবায়ন করা হবে। অতীতের গ্লানি মুছে ফেলে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই আমাদের লক্ষ্য।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। এতে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিমুদ্দিন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।