যুবলীগের উদ্যোগে কর্নেল মালেক এর মৃত্যুবার্ষিকী পালিত

দোয়া মাফফিল ও খাবার বিতরণের মাধ্যমে মানিকগঞ্জে পালিত হয়েছে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র মন্ত্রনালয়ের মন্ত্রী কর্নেল (অব.) আব্দুল মালেক এর ২৩তম মৃত্যুবার্ষিকী।
রবিবার দুপুরে কর্নেল এ. মালেকের মৃত্যুবার্ষিকী দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করেন মানিকগঞ্জ জেলা যুবলীগ। এর আগে জেলা যুবলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি, আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান মনি, সৌমিত্র সরকার মনাসহ জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।