শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে: এমপি দুর্জয়

Sep 25, 2023 - 21:55
 0
শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে: এমপি দুর্জয়

আসন্ন জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী করার জন্য স্থানীয়ভাবে নিজের এলাকার নৌকার প্রার্থীকে জয়ী করতে হবে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবি পরিচালক এ.এম নাঈমুর রহমান দুর্জয়।

সোমবার সন্ধ্যায় ঘিওর উপজেলার ঘিওর, সিংজুরী ও পয়লা ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যারা স্বাধীনতার বিরোধীতা করেছিল, যারা বাংলাদেশ চায়নি বা যারা চেয়েছিল বাংলাদেশ পাকিস্তানই থাকুক সেই দেশি এবং বিদেশি শক্তিগুলো একইভাবে দেশকে পেছনে নেওয়ার জন্য চক্রান্ত করে যাচ্ছে। ৭১ সালে বাংলাদেশকে যেভাবে স্বাধীন করা হয়েছিল আগামী নির্বাচনটাও আমরা মনে করি ৭১ এর পরে বাংলাদেশের জন্য আরেকটি যুদ্ধ। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রক্ষা করার আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপি প্রসঙ্গে দুর্জয় বলেন, ‘বিএনপি এখন যার তার নাম দিয়ে গুজব ছড়াচ্ছে যে তাকে আমেরিকা স্যাংশন দিয়েছে। আমেরিকান অ্যাম্বাসি থেকে গতকাল বিবৃতি দেওয়া হয়েছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য যাদেরকে তারা সন্দেহ করে তাদেরকেই স্যাংশন দেওয়া হয়েছে। কিন্তু এই লিস্ট তারা কখনোই প্রকাশ করে না। যাদেরকে দেওয়া হয় তাদেরকেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়। বিএনপির এসব গুজবগুলো থেকে সাবধান থাকতে হবে এবং স্যোস্যাল মিডিয়ায় সবাইকে এসব গুজবের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।’

ছাত্রলীগ প্রসঙ্গে এমপি দুর্জয় বলেন, ‘আওয়ামী লীগ কোন বিষয়ে দিকনির্দেশনা দিলে সেটি বাস্তবায়ন করে আমাদের ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠন গুলো। বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ সক্রিয় ভূমিকা পালন করেছে। মুক্তিযুদ্ধ এমনকি স্বৈরশাসকের বিরুদ্ধে লক্ষ্যনীয় ভূমিকা রেখেছিল সেটি আগামীতেও করার জন্য প্রস্তুত থাকতে হবে।’

কর্মীসভার উদ্বোধক ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সিফাদ কোরাইশী সুমন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি ও সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক শুভ আহমেদ টোকন।

কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান আলাই, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্বাস প্রমুখ।