ঢাকা বিভাগের শ্রেষ্ঠ পুলিশিং কর্মকর্তা এসআই শাহ জামাল

Nov 4, 2023 - 16:35
 0  12
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ পুলিশিং কর্মকর্তা এসআই শাহ জামাল

পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের জন্য ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ জামাল।

শনিবার (৪ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এর পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

এসআই শাহ জামাল বলেন, ‘ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হওয়ায় আমি খুব খুশি। কারণ কাজের সম্মাননা পেলে কাজের গতি অনেক বেড়ে যায়। এই কৃতিত্ব শুধু আমার একার নয়, বাংলাদেশ পুলিশসহ আমার কর্মস্থলের সংশ্লিষ্ট সকলেই এর দাবিদার। কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করি।’

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরজাহান লাবনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ কামরুল ইসলাম, মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রউফ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।