সিংগাইরে চোলাইমদ ও ইয়াবাসহ গ্রেফতার দুই

মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদ ও ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রায় দক্ষিন গ্রামের মো. আব্দুর রব খান ও একই উপজেলার চান্দহর গ্রামের মো. তোফাজ্জেল হোসেন।
উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর পাঁচটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সিংগাইর উপজেলার রায় দক্ষিন ও চান্দহর গ্রামে পৃথক অভিযান চালানো হয়। এসময় রায় দক্ষিন গ্রামের আব্দুর রব খানের বাড়ি থেকে ৩০ লিটার চোলাইমদ ও একই উপজেলার চান্দহর গ্রামের মো. তোফাজ্জেল হোসেনের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে পৃথক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।'