অপহৃত শিশু দিনাজপুর থেকে উদ্ধার, গ্রেফতার দুই

ভারতে পাচারের উদ্দেশ্যে মানিকগঞ্জ থেকে চার বছরের শিশু খাদিজা আক্তারকে অপহরণ করার অভিযোগে অপহরণকারী ও পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন।
এর আগে, পাচারচক্রের দুই সদস্যকে গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার চর হিজুলী গ্রামের আফরিন রেশমা (২২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঝুমুর (৩৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে বাসাভাড়া নিয়ে শিশুদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলেন মানিকগঞ্জের আফরিন রেশমা ও ব্রাহ্মণবাড়িয়ার ঝুমুর। এরই ধারাবাহিকতায় আড়াইমাস আগে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকায় বাসা ভাড়া নেয় তারা। ২০ আগস্ট দুপুর দেড়টার দিকে খাদিজাকে বাসায় একা পেয়ে তারা অপহরণের পরিকল্পনা করে। পরে পুতুল ও চকলেট দেয়ার কথা বলে খাদিজাকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। সেই সাথে খাদিজার মা লাকির এ্যান্ড্রয়েড মোবাইল ও নগদ ১৭ হাজার টাকা চুরি করে তারা।
র্যাব আরও জানায়, লাকি তার মোবাইল ও মেয়েকে না পেয়ে চুরি যাওয়া মোবাইলে নাম্বারে কল দিলে অপহরণকারী আফরিন রেশমা কল রিসিভ করে মুক্তিপণ বাবদ দেড় লাখ টাকা দাবি করে। লাকি মুক্তিপণ দিতে অপারগতা প্রকাশ করলে ভিকটিমকে ভারতে পাচার করে দিবে অথবা জানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। কোন উপায়ান্তর না পেয়ে লাকি বাদি হয়ে ২০ আগস্ট মানিকগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।
লে. কমান্ডার মো. আরিফ হোসেন জানান, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যেই আমরা অপহৃত খাদিজা আক্তারকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। সেই সাথে পাচারচক্রের দুই সদস্য রেশমা ও ঝুমুরকে গ্রেফতার করেছি। অভিযানে আমাদেরকে সহযোগীতা করে র্যাব-১৩, সিপিসি-১ কোম্পানির একটি আভিযানিক দল। গ্রেফতার আসামীদের মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।