শিবালয়ে চেয়ারম্যান প্রার্থীর গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ

মানিকগঞ্জ শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম খানের নির্বাচনী গাড়িবহরে ককটেল হামলা ও গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে কেউই আহত হননি।
শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিবিরাস্তি কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, শনিবার রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পুরান শাকরাইল এলাকা থেকে উঠান বৈঠক শেষে বিলবারুইল এলাকায় উঠান বৈঠকের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর শিমুলিয়া মোড় এলাকা হতে একটি হাইস গাড়ি সামনে থেকে তাদের চালনায় নিয়ন্ত্রন শুরু করে। এক পর্যায়ে বিবিরাস্তি কবরস্থান এলাকার সামনে আসলে উৎ পেতে থাকা কিছু সন্ত্রাসী পাঁচটি ককটেল ছোঁড়লে দুইটি ককটেল বিস্ফোরন হয় এবং আমাকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আমার গাড়ীর ড্রাইভারের সফল চালনায় আমরা ওইস্থান থেকে নিরাপদ স্থানে যেতে সক্ষম হই। এতে করে আমার গাড়ির তলা ফেটে যায়।
আব্দুর রহিম খান বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছি। প্রচারনার শুরু থেকেই তার প্রতিপক্ষ রেজাউর রহমান খান জানুর লোকজন নানাভাবে আমার প্রচারনায় বাঁধা ও কর্মীদের উপর হামলা প্রদানসহ নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি ধামকি দিয়ে আসছিল। এ ঘটনায় আমি শিবালয় থানায় অভিযোগ দায়ের করেছি। আমি প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা এবং নির্বাচন যাতে সুষ্ঠ ও নিরপেক্ষ হয় তার দাবি করছি।
বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি কিছুই জানিনা। উনি যদি কাউকে চিনে থাকেন তাহলে তার নামে আইনগত ব্যবস্থা গ্রহন করুক।
শিবালয় থানার ওসি মো. আব্দুর রউফ সরকার জানান, ঘটনাস্থল থেকে জর্দার ডিব্বার খোসা ও বোমা সদৃশ্যের খোসা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী চেয়ারম্যান প্রার্থী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।