মানিকগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা

Sep 28, 2024 - 13:10
 0  35
মানিকগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা
আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা

'রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ' প্রতিপাদ্যে 'কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার' স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক . মানোয়ার হোসেন মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, তথ্য জনগণকে ক্ষমতায়িত করে তোলে। তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বর্তমানে অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। তথ্য অধিকার আইন তার মধ্যে অন্যতম। তবে, এই আইনের অপব্যবহার করা যাবে না। উম্মুক্ত আলোচনায় অংশ নেওয়া অতিথিদের বিভিন্ন সুপারিশ তুলে ধরে তিনি বলেন, প্রতিটি সরকারি অফিসের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করতে হবে। যাতে করে সকলেই বিভিন্ন দপ্তরের ওয়েবসাইট থেকে সহজেই তথ্যগুলো গ্রাহকরা পেতে পারেন। এছাড়া, তথ্য প্রদানকারী কর্মকর্তাকে তথ্য প্রদানে ইতিবাচক মানসিকতার অধিকারী হতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা . মোহাম্মদ মজিবর রহমান, প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুর রহমান রায়হানুল কবীর, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, ক্রীড়া সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম চন্দনএখন টিভির প্রতিনিধি আসাদ জামান, বেসরকারি উন্নয়ন সংস্থা পাসা' নির্বাহী পরিচালক ফরিদ খান, জেলা শিক্ষা কার্যালয়ের সহকারি পরিদর্শক মনসুর আলী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের দ্বারা কাজের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হয়। একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ তথ্যের মালিক। এ কারণে জনগনের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু তথ্যদাতাদের অনেকেই এই আইন সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত নয়। আবার অনেকেই তথ্য প্রদানের ব্যাপারে আন্তরিক নয়। এ কারণে তথ্য অধিকার আইনের সেবা থেকে সেবা প্রত্যাশীরা বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে সকলকেই সচেতন আন্তরিক হতে হবে।