জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেবেন্দ্র কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ

Nov 7, 2024 - 19:38
Dec 15, 2024 - 01:11
 0  26
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেবেন্দ্র কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ

সাধারণ শিক্ষার্থীদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সম্পর্কে অবগত করার জন্য লিফলেট বিতরণ করেছে সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে, কলেজের অধ্যক্ষ মো. শহিদুজ্জামানকেও লিফলেট দেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত দেবেন্দ্র কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

এসময় কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবির রায়হান বলেন, ‘১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। এরপর থেকে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসহিসেবে পালিত হচ্ছে। বিএনপি সরকারের আমলে এ দিনটিতে ছিল সরকারি ছুটি। তবে আওয়ামী লীগের দেড় যুগের শাসনামলে গত দেড় দশকেরও বেশি সময় দিবসটি স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেনি বিএনপি। সাধারণ শিক্ষার্থীদের এ দিবস সম্পর্কে জানানোর জন্যই আমরা দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রদল এই লিফলেট বিতরণ করেছি।

এ সময় উপস্থিত ছিলেন- সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, এইচ আই হিরা, মাহফুজ উল বারী মুগ্ধ, সাবেক সদস্য মাজেদুল ইসলাম ইমন, নির্জন, সুমন মোল্লা, ছাত্রদল নেতা সিফাত, হৃদয়, নিবির, অজিত, দিদারসহ আরো অনেকে।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড র‌্যালী নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসেন বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।