খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৩০ ডিসেম্বর

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনের পর যুক্তরাষ্ট্র ও কানাডায় নেওয়া হতে পারে। এছাড়াও সৌদি আরবে ওমরাহ পালনের পরিকল্পনা রয়েছে।

Dec 22, 2024 - 00:10
 0  14
খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৩০ ডিসেম্বর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৩০ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে যেকোনো সময় তার দেশ ত্যাগের এ তারিখ পেছাতে পারে বলে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য।

শনিবার মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, ‘ম্যাডাম ৩০ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন। এটা ধরেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও শতভাগ নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার শারীরিক সুস্থতা এখানে গুরুত্বপূর্ণ। সুস্থ না থাকলে এত লম্বা যাত্রা সম্ভব নয়।’

মেডিকেল বোর্ড জানায়, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনের পর যুক্তরাষ্ট্র ও কানাডায় নেওয়া হতে পারে। এছাড়াও সৌদি আরবে ওমরাহ পালনের পরিকল্পনা রয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘গুলশানের বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। অসুস্থতার কারণে বিদেশযাত্রা কিছুটা পিছিয়ে যেতে পারে।’

উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ জুলাই তিনি সর্বশেষ যুক্তরাজ্যে চিকিৎসার জন্য গিয়েছিলেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।