৬৩ শতাংশ বই ছাপানো বাকি

মাধ্যমিক পর্যায়ে প্রথমদিকে বাংলা, ইংরেজি ও গণিত বই দেওয়া হবে। বাকি বই দুই ধাপে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

Dec 31, 2024 - 16:31
 0  11
৬৩ শতাংশ বই ছাপানো বাকি

২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় ৪০ কোটি বই ছাপানোর পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত ছাপা হয়েছে মাত্র ৭ কোটি, যা মোট লক্ষ্যের ৩৭ শতাংশ।

রাজনৈতিক পটপরিবর্তন, পাঠ্যবইয়ে ‘জুলাই আন্দোলনের’ গল্প ও গ্রাফিতি যুক্ত করা এবং প্রকাশকদের কাগজ সংকট ও ঋণ পেতে দেরি হওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

প্রাথমিকের তৃতীয় শ্রেণি পর্যন্ত বই ছাপানো শেষ হলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই জানুয়ারির মাঝামাঝি সরবরাহ করা হবে। মাধ্যমিক পর্যায়ে বাংলা, ইংরেজি ও গণিত বই প্রথম ধাপে বিতরণ করা হবে।

পহেলা জানুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষাবইয়ের পিডিএফ সংস্করণ উদ্বোধন করবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন মাউশির মহাপরিচালক অধ্যাপক এ বি এম রেজাউল করিম।