দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
গতকাল সোমবার রাত নয়টা ২০ মিনিটের দিকে সিংগাইর উপজেলার ফোর্ডনগর এলাকায় অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত মো. এলমেস শেখ ও তার স্ত্রী লাভলী বেগমকে গ্রেফতার করা হয়। তাদেরকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত ইউসুফ আলী হত্যা মামলার দুই আসামি মো. এলমেস শেখ ও তার স্ত্রী লাভলী বেগম কে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার এএসপি মাজহারুল হক।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মান্দারতা গ্রামের মো. এলমেস শেখ ও তার স্ত্রী লাভলী বেগম।
এর আগে, গতকাল রাত নয়টা ২০ মিনিটের দিকে সিংগাইর উপজেলার ফোর্ডনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ১০ জানুয়ারি সন্ধ্যায় মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভিকটিম ইউসুফ আলীর মেজো ছেলে মো. সিরাজ আলীর সাথে ব্যাডমিন্টন খেলা নিয়ে লিটন শেখ ও দেদারদের সাথে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে সেদিন রাত সাড়ে আটটার দিকে মো. এলমেস শেখ, মো. নজরুল শেখ, আনতব আলী শেখ, লিটন শেখ, লাভলী বেগমসহ অন্যান্যরা লোহার পাইপ, রড, হাতুড়ি, কাঠের বাটাম দিয়ে ভিকটিমকে এলোপাতাড়ি মারপিট করে। এলমেস শেখ ও নজরুল শেখ হাতুড়ি দিয়ে ভিকটিমের মাথায় গুরুতর আঘাত করে পালিয়ে যায়। পরে, তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে আরো উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে ঢাকা হেলথকেয়ার হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার ছেলে মো. হাবিবুর রহমান দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত নয়টা ২০ মিনিটের দিকে সিংগাইর উপজেলার ফোর্ডনগর এলাকায় অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত মো. এলমেস শেখ ও তার স্ত্রী লাভলী বেগমকে গ্রেফতার করা হয়। তাদেরকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।