চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল সাড়ে চারটার দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, বিকাল সাড়ে ৪ টার দিকে কসবা ইউনিয়নের যাদুপুর গ্রামের রেল লাইনের উপর রাজশাহী হতে রহনপুর গামী কমিউটার ট্রেনের সাথে ধাক্কা লেগে মৃত্যুবরণ করে ওই যু্বক। অজ্ঞাত ওই যুবক রেল লাইনের উপর বসে ছিল। রেল পুলিশ তার পরিচয় সনাক্ত করা সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।