মানিকগঞ্জে বিএনপি'র বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মিথ্যা , বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত মামলায় সরকারের ফরমায়েশি রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন।
বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে মানিকগঞ্জ মডেল হাই স্কুল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বান্দুটিয়া বাজার প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়ছারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন, প্রচার সম্পাদক শামীম আল মামুন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু , সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান , সদস্য সচিব রকিবুর রহমান রাকিব, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ প্রমুখ ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ. জোবাইদা রহমানের বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকারের নির্দেশে দুদক কর্তৃক মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা প্রদান করা বেআইনি ও উদ্দেশ্য প্রণোদিত । দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে বেআইনি সাজা প্রদান এটাই প্রমান করে যে বাংলাদেশে কোন আইনের শাসন নেই এবং বিচার বিভাগ স্বাধীন নয় । নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী পরিবার দূর্বার আন্দোলন গড়ে তুলবে ।