মানিকগঞ্জে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। পরে বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতার রোকসানা বেগম মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম দাশড়া এলাকার আব্দুর রহমানের স্ত্রী।
উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে অভিযান চালানো হয়। এসময় মহিলা মাদক কারবারি রোকসানা বেগমের ঘরে তল্লাশী করে ৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।'