গলায় ফাঁস দিয়ে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু
পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে বজু চৌধুরী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর উত্তর পাড়া এলাকা থেকে বজু চৌধুরী (৪০) নামে এক শিক্ষানবিশ আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে বজু চৌধুরীর নিজ বাড়ী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বজু চৌধুরী উপজেলার মহাদেবপুর গ্রামের বিকাশ চন্দ্র শীলের ছেলে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে বজু চৌধুরী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরো জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিতভাবে কোন অভিযোগ করেননি।