জামিনে বের হয়ে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার দুই

মানিকগঞ্জের ঘিওরে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোর গ্রামের মো. আব্দুর রাজ্জাক ওরফে রানা ও যশোর জেলার কোতয়ালী উপজেলার সিরাজ সিঙ্গা (কাশিম নগর) গ্রামের রাজীব হোসেন তরফদার ওরফে রিয়াদ। রিয়াদ বর্তমানে ঘিওর উপজেলার সাইংজুরী গ্রামে বসবাস করতেন।
পরিদর্শক আবুল কালাম জানান, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। তারা জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রির সাথে জড়িয়েছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ঘিওর উপজেলার কাকজোর গ্রামের আইয়ুব মোল্লার বাড়ীর উঠানে থেকে ১০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। এ ঘটনায় ঘিওর থানায় মাদক আইনে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।