সাবেক সিভিল সার্জনের বাড়িতে দুর্ধর্ষ চুরি

সাভারের দক্ষিণ দয়িয়ারপুর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনের একটি ভবনে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে গৃহকর্তার নগদ অর্থ এবং স্বর্ণালংকারসহ ৩৪ লাখ ৮৭ হাজার টাকার মালামাল খোয়া গেছে।
সাভার মডেল থানা সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলো রোডের সাবেক সিভিল সার্জন রফিকুল হাসান খানের মালিকানাধীন ৬ তলা বাড়ির ৩য় তলায় মালিকের নিজ ফ্লাটে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
বাড়ির মালিকের ছোট ছেলে ডা. আল মামুন হাসান খান জানান, ঈদ উদযাপন করতে গত ২৮ জুন সকালে সপরিবারে পাবনায় নানা বাড়িতে যান তারা। এরপর গতকাল শনিবার (১ জুলাই) সন্ধ্যার পর বাসায় ফিরে দেখেন বাসার সব রুমের জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। আলমারি ভাঙ্গা এবং জানালার গ্রিল কাটা।
তিনি জানান, তিনটি স্টিলের আলমারি এবং দুইটি কাঠের আলমারির ড্রয়ার ভেঙে ঘরে রক্ষিত ১৭ ভরি স্বর্ণালংকার, ১৬ লাখ ৫০ হাজার নগদ টাকা এবং ২ লাখ ২৩ হাজার টাকা মূল্যমানের বিদেশি মূদ্রা চুরি করে নিয়ে গেছে চোরের দল। এঘটনায় তিনি বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক আতিকুল ইসলাম রাসেল বলেন, ঈদের ছুটিতে ফাঁকা বাসায় চুরির ঘটনা ঘটেছে। ঈদের ছুটির তিনদিনের মধ্যে যেকোন সময় ঘটনাটি ঘটে থাকতে পারে। এঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে চোরদের সনাক্ত করার চেষ্টা চলছে। আশাকরি তদন্ত সাপেক্ষে শীঘ্রই চোর ধরা পড়বে।