সাড়ে ৩৬ কেজি ওজনের বাগাড় বিক্রি হলো ৪৮ হাজারে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ৩৬ কেজি ৬০০ গ্রাম ওজনের বিশাল আকারের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার ভোরে দৌলতদিয়া পদ্মা ও যমুনা নদীর মোহনা কর্নসোনা এলাকায় জেলের জালে মাছটি ধরা পরে।
এরপর সকাল ৭টায় দৌলতদিয়া ঘাটে দুলাল মন্ডলের আড়ৎতে মাছটি প্রকাশ্য নিলামে প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে মোট ৪৫ হাজার ৭৫০ টাকায় কিনে নেন মাছ স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।
মো. শাজাহান শেখ জানান, আমি মাছটি কিনে নেবার পরে বিভিন্ন ক্রেতার সাথে যোগাযোগ করে কুষ্টিয়া জেলার একজন ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৪৭ হাজার ৫৮০ টাকা ও ভাড়াসহ ৪৮ হাজার টাকায় বিক্রি করেছি।