ক্ষমতায় গেলে মানিকগঞ্জকে স্যাটালাইট শহর হিসেবে গড়ে তোলা হবে: সাবেক কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদ

Oct 17, 2025 - 23:23
 0  5
ক্ষমতায় গেলে মানিকগঞ্জকে স্যাটালাইট শহর হিসেবে গড়ে তোলা হবে: সাবেক কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদ

শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ- ২ (সিংগাইর- হরিরাপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান বলেছেন, মতিঝিল থেকে উত্তরা যেতে যে দুরত্ব, মতিঝিল থেকে সিংগাইর এবং মানিকগঞ্জ তত দুরত্বের। তাই জামায়াত ক্ষমতায় গেলে  মানিকগঞ্জ- সিংগাইরকে স্যাটালাইট শহর হিসেবে গড়ে তোলা হবে।

তিনি হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের নয়ারহাট বাজারে শুক্রবার সকাল ১০ টায় নির্বাচনী গণসংযোগ করে এক উঠান বৈঠকে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ঢাকা শহর অতিরিক্ত মানুষের বসবাসের কারনে, বসবাসের অযোগ্য হড়ে পড়েছে। আমি মনে করি সিংগাইর-হেমায়েতপুর সড়কটি ৪ লেন করা গেলে, এক ঘন্টার মধ্যে মানিকগঞ্জে যাতায়াত করা যাবে। তাহলে সিংগাইর, ঝিটকা, হরিরামপুর বসবাস করে ঢাকা মানুষ অফিস করতে পারবে। শর্ত হচ্ছে এসব এলাকার রাস্তাঘাট ভাল হতে হবে, উন্নত মানের স্কুল কলেজ, হাসপাতাল করতে হবে। আমরা যদি নির্বাচিত হই, তাহলে মানিকগঞ্জের জন্য কাজ  করে যাব। যাতে মানিকগঞ্জ, সিংগাইর, হরিরামপুর এলাকাকে স্যাটালাইট শহর হিসেবে গড়ে তোলে ঢাকার মত গুরুত্বপুর্ণ শহর হিসেবে বিনির্মাণ করতে পারি।

মুহাম্মদ জাহিদুর রহমান আরো বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ ক্ষমতায়ন করা হবে। রাসুল (সাঃ) তার স্ত্রী খাদিজা রাঃ কে ব্যবসায়ী হিসেবে বিয়ে করেছেন। পরে তাকে দিয়ে ব্যাবসা করিয়েছেন। তাহলে আমাদের মা বোনরা কেন ব্যবসা পরিচালনা করতে পারবে না। অনেকেই বলে, জামায়াত ক্ষমতায় গেলে, নারীদের ঘর থেকে বের হতে দিবে না। কিন্তু আমরা বলতে চাই, হযরত ওমর (রাঃ) আমলে এক নারী কে দিয়ে বড় একটি হাট বাজারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে আমরা কেন দিব না। আমরা ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ ক্ষমতায়ন করব। ইসলামী যুগের প্রথম নার্স ছিল নারী। তাই নারীদের উপযুক্ত সম্মান দিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে তাদের পাশে রাখব।

তিনি আরো বলেন, এইযে, গতকাল রাজশাহী, এর আগে চট্রগ্রাম, জাহাঙ্গীনগর এবং ঢাকা বিশ^বিদ্যালয়ে ছাত্ররা যেমন রক্ত চক্ষু ওপেক্ষা করে শিবিরকে বিজয়ী করেছে। আগামী জাতীয় নির্বাচনেও এর প্রভাব পড়বে। টেম্পু ষ্টান্ড দখলকারী, বালু, মাটি লুটেরাদেও বিরুদ্ধে এই ছাত্ররা বাড়ি ফিরে ঐক্য হয়ে এবং আমজনতা দারি পাল্লায় ভোট দিয়ে আমাদের জয়ী করবেন।

মুহাম্মদ জাহিদুর রহমান আরো বলেন, আমরা ইতোমধ্যে প্রমাণ করতে পেরেছি আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি  মুক্ত সমাজ গড়তে পারি। এ দেশ স্বাধীন হওয়ার পর থেকে কোন এমপি এবং ২০০১- ০৬ পর্যন্ত আমাদেও ৩ টি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত কোন মন্ত্রীর নামে কোন দুর্নীতির অভিযোগ ছিল না। ১/১১ এর সময়েও আমাদের কোন নেতা এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়নি। তাই আমরাই ক্ষমতায় গেলে দুর্নীতি মুক্ত, ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে পারব।

নির্বাচনী গণসংযোগ উপলক্ষে হরিরামপুরের বলড়া ইউনিয়নের নয়ার হাটে নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা আমীর হাফেজ লোকমান হোসাইন, নায়েবে আমীর মো. সিকান্দার আবু জাফর, ডা: আ: আলীম, ইসলামী ছাত্রশিবিরের মানিকগঞ্জ জেলার সাবেক জেলা সভাপতি এডভোকেট মুহাম্মদ শফিকুল ইসলাম জসিম, মানিকগঞ্জ ০২ আসনের নির্বাচনী আসন পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট মুহাম্মদ জামাল উদ্দিন, বলড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু হানিফসহ জেলা ও উপজেলা জামায়াত, শিবিরের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা।

পরে মুহাম্মদ জাহিদুর রহমান দিনভর বলড়া ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ও গ্রামে নির্বাচনী প্রচারাণা করেন।